Psl 2023

PSL কি

 Pakistan super League. এটি একটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। অন্যান্য লীগের নাম প্রিমিয়ার লীগ হলেও, পাকিস্তান ফ্রাঞ্জাইজি যেই লীগটি চালু করেছে, নাম পাকিস্তান  সুপার লীগ নামে পরিচিত হয়েছে।


                     Psl 2023 Champion Trophy 



পিসিএল এর ইতিহাস

পাকিস্তান সুপার লিগ আপাতত দুনিয়ার যতোগুলা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট চালু আছে, তার মধ্যে পিসিএল অন্যতম। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারীতে শুরু হয় এই টুর্নামেন্ট। হায়ার টি২০ কাপের শিরোনাম পরিবর্তন করে, আপাতোত এই লীগটি সুপার লীগ নামে পরিচিতির খেতাব দেয়া হয়েছে। যা মূলত উল্লেখযোগ্য পাকিস্তানি পেশাদার ক্রিকেট প্রতিযোগিতা নামে খ্যাতি কুড়াচ্ছে।

পিসিএল  প্রতিযোগিতাটি ক্রিকেট বিশ্বের অত্যন্ত সুদক্ষ খেলোয়াড়দের সমন্বয়ে তৈরী করা  হইছে বা, এখনো হচ্ছে। বর্তমানে বিশ্বের প্রায় ১১ টি ভিন্ন দেশ থেকে খেলোয়াড়দের সাথে চুক্তিনামায় স্বাক্ষর করা হয়েছে।  পাকিস্তানি খেলোয়াড়দের সংখ্যাগরিষ্ঠার উপড় ভিত্তি করেই প্রতিযোগিতামূলক এই পিসিএল চালু করা হয়। পিসিএল এর মূলত দায়িত্তে পিসিবি।

পিসিবি কি

PCB

Pakistan Cricket Board. পাকিস্তানে অনুষ্টিত জাতীয় ক্রীড়া থেকে শুরু করে সমস্ত ফ্রাঞ্চাজি ম্যাচ পরিচালনার দায়িত্তে থাকা বোডের নাম পিসিবি। পাকিস্তান ক্রিকেট পরিচালনা করার দায়িত্তে থাকা  বোর্ডের নাম পিসিবি। এ বোর্ডের অধীনে পাকিস্তানের পুরুষ ও নারী দলের ক্রিকেটার রা খেলে থাকে।



 

পাকিস্তান ক্রিকেট 

পাকিস্তান ক্রিকেটের মান অনেক উপড়ে চলে গেছে। আধুনিক ক্রিকেট যুগে এসে পাকিস্তান মানুষের মনে জায়গা করে নিছে। ১৯৯২ সালের ODI World cup এ ক্রিকেট পাকিস্তান চ্যাম্পিয়ন হয়। এছাড়াও ১৯৯৯ সালে রানার আপ হয়েছিলো!

পাকিস্তান ক্রিকেট আন্তজার্তিক ভাবে টেস্ট ফরম্যাট, ওডিয়াই ফরম্যাট ও টি২০ ফরম্যাটে খেলে থাকে। 


             পাকিস্তান পুরুষ জাতীয় দলের ছবি

পাকিস্তান আন্তর্জাতিক খেলোয়াড়দের পারিশ্রমিক 

  • Category A: রুপি১১ লাখ (US$৬,৯০০)
  • Category B: রুপি.৫ লাখ (US$৪,৭০০)
  • Category C: রুপি.৫ লাখ (US$৩,৪০০)
  •  The monthly salaries for each category are as follows:

    পিসিএল বানিজ্যিক স্বত্ব

    ফ্র্যান্চাইজিং প্রথম বাণিজ্যিকভাবে স্বত্ব ২০১৫ সালের ডিসেম্বরে ১০ বছরের জন্য ৯৩ মিলিয়ন বিনিময়ে কিনে নেয়। পিসিএল সতব

    পিসিএলে মোট দল কয়টি

    পিসিএলে মোট ৬ টি দল প্রতিযোগিতা করে। প্রত্যেকটা দল পাকিস্তানের ৬ টি ক্লাবের নামে। দলের নাম যেমন যুক্তিযুক্ত তেমনি দলের খেলোয়ার নিয়ে গঠিত দলগুলা ও শক্তিশালী। 

    দল নংদলের নাম
    ০১.মুলতান সুলতানস
    ০২.লাহোর কালান্দার্স
    ০৩.কোয়েটা গ্ল্যাডিয়েটরস
    ০৪.পেশোয়ার জালমি
    ০৫.করাচি কিংস
    ০৬.ইসলামাবাদ ইউনাইটেড

                         | ছবিতে PSL এর কিছু খেলোয়ার|

    পিসিএল দল ও খেলোয়ার তালিকা


    মুলতান সুলতান খেলোয়ার স্কোয়াড ২০২৩ 

    1. মোহাম্মদ রিজওয়ান
    2.  রাইলি রোসোউ   ✈ 
    3.  সোহাইব মাকসুদ
    4.  ইমরান তাহির ✈ 
    5.  খুশিদিল শাহ
    6. শান মাসুদ
    7. শাহনওয়াজ ধনি
    8. টিম ডেভিড ✈ 
    9. ওডিয়ান স্মিথ ✈ 
    10. রুম্মান রইস, 
    11. আসিফ আফ্রিদি
    12. আনোয়ার আলী
    13.  রোভমান পাওয়েল ✈ 
    14. ইমরান খান সিনিয়র ✈ 
    15. আব্বাস আফ্রিদি 
    16. আমির আজমত। 
    17. বরকত মুজারাবানী ✈ 
    18.  ইহসানুল্লাহ

    আংশিক প্রতিস্থাপন★

    1. ডমিনিক ড্রেকস ✈ 
    2. জনসন চার্লস ✈ 

    লাহোর কালান্দাস খেলোয়ার স্কোয়াড ২০২৩ 

    1. শাহিন শাহ আফ্রিদি
    2.  রশিদ খান ✈ 
    3. ডেভিড উইজ ✈ 
    4. হারিস রউফ
    5. মোহাম্মদ হাফিজ
    6. সোহেল আখতার
    7. জিশান আশরাফ
    8. আহমেদ দানিয়াল
    9.  ফখর জামান
    10. ফিল সল্ট ✈ 
    11. হ্যারি ব্রুক ✈ 
    12. আবদুল্লাহ শফিক
    13. কামরান গোলাম
    14. ডিন ফক্সক্রফ্ট ✈ 
    15. জামান খান
    16. প্যাটেল
    17. সায়েদ ফরিদুন
    18. সামিত খান

    আংশিক প্রতিস্থাপন 

    1.  ম্যাথিউ পটস  ✈ 
    2. বেন ডাঙ্ক  ✈ 

    কোয়েটা গ্লাডিয়েটরস খেলোয়ার স্কোয়াড ২০২৩ 

    1. জেমস ভিন্স ✈ 
    2. সরফরাজ আহমেদ
    3. ইফতিখার আহমেদ 
    4. মোহাম্মদ নওয়াজ 
    5. শহিদ আফ্রিদি 
    6. মোহাম্মদ হাসনাইন 
    7. নাসিম শাহ
    8. জেসন রয় ✈ 
    9. জেমস ফকনার ✈ 
    10. উমর আকমল 
    11.  সোহেল তানভীর 
    12.  বেন ডাকেট ✈ 
    13. খুররম শেহজাদ
    14. আবদুল ওয়াহিদ বাঙ্গালজাই
    15.  মুহাম্মদ আশর কুরেশি
    16.  নূর আহমেদ
    17.  আহসান আলী
    18. লুক উড ✈ 


    আংশিক প্রতিস্থাপন: 

    1.   উইল স্মিড ✈ 
    2.  আলী ইমরান
    3. শিমরন হেটমায়ার ✈ 

    পেশোয়ার জালেমি  খেলোয়ার স্কোয়াড ২০২৩ 

    1. ওয়াহাব রিয়াজ
    2. লিয়াম লিভিংস্টোন ✈ 
    3. শোয়েব মালিক
    4.  শেরফেন রাদারফোর্ড ✈ 
    5.  হায়দার আলি
    6.  সাকিব আল হাসান ✈ 
    7.  হুসেন তালাত
    8. টম কোহলার-ক্যাডমোর ✈ 
    9. হজরতুল্লাহ জাজাই
    10. উসমান কাদির
    11. সালমান ইরশাদ
    12. আরশাদ ইকবাল
    13. সামিন গুল
    14. কামরান আকমল
    15. সিরাজউদ্দিন
    16. মোহাম্মদ আমির খান
    17.  মোহাম্মদ হারিফ রউফ 
    18. বেন কাটিং ✈ 


    আংশিক প্রতিস্থাপন: 

    1. ম্যাট পারকিনসন ✈ 
    2. প্যাট ব্রাউন ✈ 

    ইসলামাবাদ ইউনাইটেড খেলোয়ার স্কোয়াড ২০২৩ 

    1. আসিফ আলি
    2.  হাসান আলি
    3. শাদাব খান
    4.  ফাহিম আশরাফ
    5. , অ্যালেক্স হেলস ✈ 
    6. মোহাম্মদ ওয়াসিম জুনিয়র
    7. আজম খান
    8. পল স্টার্লিং ✈ 

    9. কলিন মুনরো ✈ 
    10. মার্চেন্ট ডি ল্যাঞ্জ ✈ 
    11. মুহাম্মদ আখলাক
    12.  রিস টপলে ✈ 
    13.  দানিশ আজিজ
    14. জাফর গোহর
    15. মুবাসির খান
    16. এম জিশান 
    17. , রহমানুল্লাহ গুরবাজ ✈ 
    18.  আথের মেহমুদ


    আংশিক বদলি: মোহাম্মদ হুরায়রা



    করাচি কিংস খেলোয়ার স্কোয়াড ২০২৩ 


    1. বাবর আজম
    2.  ইমাদ ওয়াসিম
    3.  মোহাম্মদ নবী ✈ 
    4.  মোহাম্মদ আমির
    5.  জো ক্লার্ক ✈ 
    6. শারজিল খান
    7.  আমির ইয়ামিন
    8. মোহাম্মদ ইলিয়াস
    9. ক্রিস জর্ডান ✈ 
    10. লুইস গ্রেগরি ✈ 
    11. উমাইদ আসিফ
    12.  টম অ্যাবেল ✈  (আহত, ইয়ান ককবেইনের পরিবর্তে), 
    13. রোহেল নাজির
    14. মোহাম্মদ ইমরান
    15. মো. ফয়সাল আকরাম
    16. কাসিম আকরাম
    17. তালহা আহসান
    18. রোমারিও শেফার্ড ✈ 


    আংশিক বদলি: মোহাম্মদ তাহা খান

    পিসিএল ২০২৩ আরম্ব ও শেষ


    • শুরু (উদ্বোধনী ম্যাচ): ১৩ ফেব্রুয়ারি ২০২৩
    •  শেষ (ফাইনাল ম্যাচ): ১৯ মার্চ ২০২৩

    পিসিএলে আম্পায়ারদের পারিশ্রমিক


    আইপিএলের সবোচ্চ ৪ লাখ টাকা পারিশ্রমিক এর পরের স্তানের সাড়িতে সাড়ে  ৩ লক্ষ টাকা পায় পিসিলের আম্পায়াররা তাদের পারিশ্রমিক।

    পিসিএল ২০২৩ এর ভ্যানু

    1. গাদ্দাফি ষ্টেডিয়াম 
    2.  ন্যাশনাল ষ্টেডিয়াম করাচি

    1. গাদ্দাফি ষ্টেডিয়াম 

    ২৭০০০ আসন বিশিষ্ট বিশাল ষ্টেডিয়াম।
    এটি লাহোরে অবস্থিত। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ছাড়াও একি মাঠে ২০১৭ সালে পাকিস্তান সুপার লীগের ফাইনাল অনুষ্টিত হয়েছিলো এই মাঠে।

    2. ন্যাশনাল ষ্টেডিয়াম, করাচি

    পাকিস্তান ক্রিকেট বোডের অধীনে ন্যাশনাল ষ্টেডিয়াম। এই ক্রিকেট ষ্টেডিয়াম ৪০০০০ ধারণক্ষমতা সম্পন্ন।  এই ষ্টেডিয়াম টি পাকিস্তানের বৃহত্তম ক্রিকেট মাঠ।


    পিসিএল টেলিক্যাস্ট এর দায়িত্ত

    1. ভারত সনি সিক্স,
    2.  সনি সিক্স এইচডি
    3. পাকিস্তান জিও সুপার (জিও টিভি), পিটিভি স্পোর্টসশ্রী
    4. শ্রীলংকা সনি সিক্স (পিও টিভি, ডায়ালগ টেলিভিশন)যু
    5. যুক্তরাজ্য স্কাই স্পোর্টস ক্রিকেট
    6. বাংলাদেশ টি স্পোর্টসদ
    7. দক্ষিন আফ্রিকা সুপারস্পোর্ট
    8. আমেরিকা উইলো টিভি
    9. নিউজিল্যান্ড স্কাই স্পোর্ট নিউজিল্যান্ড
    10. মালদ্বীপ সনি সিক্স (মিডিয়ানেট)
    11. অস্ট্রেলিয়া ট্যাপম্যাড টিভি
    12. কানাডা উইলো টিভি
    13. নেপাল সনি সিক্স (সিমটিভি নেপাল, নেটটিভি নেপাল)
    14. ক্যারিবিয়ান ফ্লো স্পোর্টস


    পিসিএলের আসা বাইরের দেশের খেলোয়ার

    পিসিএল এখন উন্নত মানের একটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট! পিসিএল খেলতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, আফগানিস্তান,উইন্ডিজ, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকা থেকে নামি দামি খেলোয়াররা খেলতে আসে।

    পিসিএল ২০২৩, এর সময়সূচি 

    পিসিএলে মোট ম্যাচ হবে ৩৪ টি। নিচে দল, তারিখ ও সময় জানতে পারবেন।
    01.১৩ ফেব্রুয়ারিমুলতান সুলতানস VS লাহোর কালান্দার্স9:00 pm
    02.১৪ ফেব্রুয়ারিকরাচি কিংস VS পেশোয়ার জালমি8:00 pm
    03.১৫ ফেব্রুয়ারিকোয়েটা গ্ল্যাডিয়েটরস VS মুলতান সুলতানস8:00 pm
    04.১৬ ফেব্রুয়ারিকরাচি কিংস VS ইসলামাবাদ ইউনাইটেড8:00 pm
    05.১৭ ফেব্রুয়ারিমুলতান সুলতানস VS পেশোয়ার জালমি8:00 pm
    06.১৮ ফেব্রুয়ারিকোয়েটা গ্ল্যাডিয়েটরস VS করাচি কিংস8:00 pm
    07.১৯ ফেব্রুয়ারিমুলতান সুলতানস VS ইসলামাবাদ ইউনাইটেড3:00 pm
    08.১৯ ফেব্রুয়ারিকরাচি কিংস VS লাহোর কালান্দার্স8:00 pm
    09.২০ ফেব্রুয়ারিকোয়েটা গ্ল্যাডিয়েটরস VS পেশোয়ার জালমি8:00 pm
    10.২১ ফেব্রুয়ারিকোয়েটা গ্ল্যাডিয়েটরস VS লাহোর কালান্দার্স8:00 pm
    11.২২ ফেব্রুয়ারিমুলতান সুলতানস VS করাচি কিংস8:00 pm
    12.২৩ ফেব্রুয়ারিইসলামাবাদ ইউনাইটেড VS পেশোয়ার জালমি8:00 pm
    13.২৪ ফেব্রুয়ারিকোয়েটা গ্ল্যাডিয়েটরস VS ইসলামাবাদ ইউনাইটেড8:00 pm
    14.২৬ ফেব্রুয়ারিমুলতান সুলতানস VS করাচি কিংস3:00 pm
    15.২৬ ফেব্রুয়ারিলাহোর কালান্দার্স VS পেশোয়ার জালমি8:00 pm
    16.২৭ ফেব্রুয়ারিলাহোর কালান্দার্স VS ইসলামাবাদ ইউনাইটেড8:00 pm
    17.১ মার্চকরাচি কিংস VS পেশোয়ার জালমি8:00 pm
    18.২মার্চকোয়েটা গ্ল্যাডিয়েটরস VS লাহোর কালান্দার্স8:00 pm
    19.৩ মার্চকরাচি কিংস VS ইসলামাবাদ ইউনাইটেড8:00 pm
    20.৪ মার্চমুলতান সুলতানস VS লাহোর কালান্দার্স8:00 pm
    21.৫ মার্চকোয়েটা গ্ল্যাডিয়েটরস VS ইসলামাবাদ ইউনাইটেড8:00 pm
    22.৬ মার্চকোয়েটা গ্ল্যাডিয়েটরস VS করাচি কিংস8:00 pm
    23.৭ মার্চলাহোর কালান্দার্স VS পেশোয়ার জালমি3:00 pm
    24.৭ মার্চমুলতান সুলতানস VS ইসলামাবাদ ইউনাইটেড8:00 pm
    25.৮ মার্চকোয়েটা গ্ল্যাডিয়েটরস VS পেশোয়ার জালমি8:00 pm
    26.৯ মার্চলাহোর কালান্দার্স VS ইসলামাবাদ ইউনাইটেড8:00 pm
    27.১০ মার্চমুলতান সুলতানস VS পেশোয়ার জালমি8:00 pm
    28.১১ মার্চকোয়েটা গ্ল্যাডিয়েটরস VS মুলতান সুলতানস8:00 pm
    29.১২ মার্চইসলামাবাদ ইউনাইটেড VS পেশোয়ার জালমি8:00 pm
    30.১২ মার্চলাহোর কালান্দার্স VS করাচি কিংস8:00 pm
    31.১৫ মার্চকোয়ালিফায়ার -১8:00 pm
    32.১৬ মার্চএলিমিনেটর8:00 pm
    33.১৭ মার্চকোয়ালিফায়ার -২8:00 pm
    34.১৯ মার্চফাইনাল
    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url