বাংলাদেশ দলের টি২০ ওপেনার রেকর্ড

বাংলাদেশ দলের টি২০ তে রেকর্ড বলতে কয়েক জনের ই তা আছে। টি২০ তে যদিও বাংলাদেশ দল সফল ছিলো না। তবে, এ যাবৎ কালে এসে বাংলাদেশ ক্রিকেট দল সব বড় বড় দলকে টি২০ তে হারাতে সক্ষম হয়েছে।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ওদের মতো দল সাথে হোয়াইট ওয়াশ ও করেছে।

নেতৃত্বে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। যার অধীনে এ সমস্ত সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর পেছনে ওপেনার অনেক ব্যাটসম্যানের অবদান আছে। যারা ক্রিকেট খেলায় নিজেদের সেরাটা দিয়েছে। তাদের জন্যই খেলার পরিপক্ষতা পেয়েছে। তাদের স্কোরের উপড় ভর করেই দল এগিয়ে গেছে। স্কোর ভালো পেয়েছে। তার মধ্যে তামিম ইকবাল, নাঈম শেষ লিটন দাস উল্লেখযোগ্য। লিটন দাস আয়ারল্যান্ড এর সাথে ১৮ বলে ৫০ করে মোহাম্মদ আশ'রাফুল এর ২০ বলে দ্রুত ৫০ এর রেকর্ড টি আজকে ভেংগে ফেলে। ২০০৭ সালের গড়া রেকর্ড ২০২৩ সালে এসে আবার নতুন ভাবে সংস্কার হলো।

টি২০ তে আপাতোত বাংলাদেশ দল অপরিপক্কতা আনছে এবং জয় পাওয়া শুরু করেছে।

নিচে দেখে নিতে পারবেন সব তথ্য।







Next Post Previous Post
No Comment
Add Comment
comment url