Football World cup 2026

🚨 ২০২৬ ফুটবল বিশ্বকাপের নতুন নিয়ম কনফার্ম করেছেন ফিফা।

• অংশগ্রহণ - ৪৮টি দল
• গ্রুপ হবে - ১২টি (প্রত্যেক গ্রুপ ৪টি দলে বিভক্ত থাকবে,টেবিলের শীর্ষ দুই দল সরাসরি কোয়ালিফাই করবে,টেবিলের ৩ নাম্বারে থাকা দলের মধ্যে পয়েন্টে সেরা ৮ দলকে বাছাই করা হবে)
• দ্বিতীয় রাউন্ডে থাকবেন - ৩২টি দল
• ইউরোপ থেকে থাকবেন - ১৬টি দল
• আমন্ত্রিত দেশ থাকবেন - ১৬টি
• সবমিলিয়ে টোটাল ম্যাচ হবে - ১০৪টি

শেষ বার আয়োজিত ২০২২ Fifa football world cup আয়োজিত হয়েছিলো কাতারে। যা ইতিহাসের সেরা ফুটবল আয়োজন হিসাবে সবাই মানছে। ইতিহাসের পাতায় এ World cup সাজিয়ে গোছিয়ে রাখা হবে।
২০২২ আয়োজিত Football world cup বিশেষ করে Argentina দলের জন্য স্পেশাল। কারণ, ২০২২ ফুটবল চ্যাম্পিয়ন আরজেন্টিনা। মেসির আরজেন্টিনা। মেসির চাহিদার যে দিক বাকি ছিলো এটি একটি World cup trophy. যা আপাতোত তার আছে। যা নিজের আয়েত্তে হওয়ার কারণে মেসি এখন অনন্য উচ্চতায় চলে গেছে। নিজে সেরা যা আবার সে প্রমাণ করে দিয়েছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url