পাকিস্তান ক্রিকেট

 পাকিস্তান ক্রিকেট মানেই বিনোদন, হাড্ডাহাড্ডি  লড়াই।

পাকিস্তান ক্রিকেট দল (উর্দু : پاکستان کرکٹ ٹیم) হচ্ছে পাকিস্তানের  জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বকারী ক্রিকেট দল। দলটি পাকিস্তান ক্রিকেট বোড বা পিসিবি কর্তৃক নিয়ন্ত্রিত। আন্তর্জাতিক  ক্রিকেট কাউন্সিল  (আইসিসি)-এর পূরনর্র সদস্য হিসেবে পাকিস্তান ক্রিকেট দল টেস্ট ক্রিকেট, একদিনের  আন্তর্জাতিক ক্রিকেট  এবং টি২০ ক্রিকেট খেলাগুলোয় অংশ নিচ্ছে। বর্তমানে আইসিসি  টেস্ট র‍্যাংকিং এ তাদের অবস্থান ২য়।


পাকিস্তান ক্রিকেট ও psl সম্পর্কে জানতে পড়তে পারেন।

সাফল্যগাঁথা

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান ৮১৭টি খেলায় অংশগ্রহণ করেছে। তন্মধ্যে জয় ৪৩৭, পরাজয় ৩৫৫, টাই ৮ এবং ১৭ খেলায় কোন ফলাফল হয়নি। ১৯৯২ সালের   World cup ক্রিকেট পাকিস্তান চ্যাম্পিয়ন হয়। এছাড়াও, ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে রানার-আপ হয়েছিল। ১৯৮৭ ও ১৯৯৬ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় সহ-স্বাগতিক দেশের মর্যাদা পেয়েছে। ২০০৯ সালের টি২০ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। এছাড়াও, ২০০৭ সালের উদ্বোধনী প্রতিযোগিতায় রানার-আপ হয়েছিল। ১৯৯৯ সালের এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপে দলটি বিজয়ী হয়। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০১৭ সালে বিজয়ী হয়।

The monthly salaries for each category are as follows:

  • Category A: রুপি ১১ লাখ (US$৬,৯০০)
  • Category B: রুপি ৭.৫ লাখ (US$৪,৭০০)
  • Category C: রুপি ৫.৫ লাখ (US$৩,৪০০)

সাবেক খেলোয়াড়

জহির আব্বাস, জাভেদ , হানিফ মোহাম্মদ , রমিজ রাজা, আমির সোহেল, ওয়াসিম আকরাম,, ওয়াকার ইউনুস, ইমরান খান, ইনিজামাম উল হক, শহীদ আফ্রিদি, ইউনুস খান, মিসবাহ উল হোক, শোয়েব আখতার


এখনকার পাকিস্তান ক্রিকেটার

বাবর আজম, রেজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, নেওয়াজ, ফখর জামান, হায়দার আলী, নেওয়াজ, আসিফ আলি, সাদাব খান হারিস রউফ, শান মাসুদ আরো অনেকে রয়েছেন জাতীয় দলে যারা পাকিস্তান দলের হয়ে লড়াই করে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url