ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ও ইতিহাস ও রেকর্ড



   ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়ার

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মানেই বিনোদন। ওয়েস্ট ইন্ডিজ এর খেলোয়াররা যেমন দেহে লম্বা ও স্বাস্থ্যবান। ঠিক তেমনি তারা তাদের বিভিন্ন অংগ ভংগির মাধ্যমে খেলাটাকে এনজয় করে এবং দর্শকদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেয়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ওডিয়াই, টেস্ট ও টি২০ সব ফরম্যাটেই নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। তবে, টি২০ তে তাদের দানবীয় ব্যাটিং এর জন্য বেশী সুনাম রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ দেশটির পরিচয়

য়েস্ট ইন্ডিজ ক্যারিবীয় অববাহিকা  উত্তর আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চলবিশেষ। দ্বীপ এলাকা অ্যান্টিলিজ এবং লুকেয়ান দ্বীপপুঞ্জও এ অঞ্চলের অন্তর্ভুক্ত। ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ডস  আ্যান্টিজেল (ডাচ ওয়েস্ট ইন্ডিজ), ফরাসী ওয়েস্ট ইন্ডিজ এবং স্প্যানিশ ওয়েস্ট ইন্ডিজ। বৃহৎ অর্থে, সাবেক ড্যানিশ ও স্প্যানিশ দ্বীপপুঞ্জের কিছু দ্বীপ সম্মিলিতভাবে আমেরিকান ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত যা সাম্প্রতিককালে পরিচিতি পাচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজ দেশের আয়তন ও জনসংখ্যা 

ওয়েস্ট ইন্ডিজ দেশের মানুষের গায়ের কালার কালো। তাদের গঠন লম্বা। এ দেশটির আয়তন ওয়েস্ট ইন্ডিজ এর জনসংখ্যা আনুমানিক ৩১,১৭,৩০০ জন প্রায় এবং ওয়েস্ট ইন্ডিজ এর আয়তন  ২০,২৫৩ বর্গ কি.মি।

উইন্ডিজ ক্রিকেটের ইতিহাস

১৯৭০ দশকের মাঝামাঝি সময়কাল থেকে ১৯৯০ দশকের প্রথমদিক পর্যন্ত দলটি টেস্ট ক্রিকেট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেট  - উভয় স্তরের ক্রিকেটে বিশ্বের অন্যান্য দলের তুলনায় একচ্ছত্র প্রাধান্য বজায় রেখেছিল। একগুচ্ছ সেরা ক্রিকেটের ঐ সময় ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষে খেলেছিলেন গর্ডন গ্রীনিজ, জর্জ হ্যাডলি, , ম্যালকম মার্শাল, আলভিন কালীচরন, রোহন, ওরেল, মাইকেল হোল্ডিং  প্রমূখ ক্রিকেটারগণ আইসিসি ক্রিকেট হল অফ ফ্রেমে স্থান পেয়েছিলেন। টেস্ট ক্রিকেটের এক ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ রানের বর্তমান World record player ছিলেন ব্রায়ান লারা। তিনি ছিলেন এ ক্রিকেট পাড়ার সেরা খেলোয়ার।  

এছাড়াও, লিয়ারি ওয়েস্ট ইন্ডিজ দলের শুরুর দিককার সেরা প্লেয়ারদের মধ্যে অন্যতম সেরা একজন ছিলেন। তিনি ১৯২০ থেকে ১৯৩০-এর দশক পর্যন্ত টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি রাজনৈতিক কাজে জড়িয়ে পড়েন।

উইন্ডিজ ক্রিকটের সদস্য সংস্থা

  1. |বিসিএ| বার্রবাডোস ক্রিকেট ক্রিকেট  সংস্থা 
  2. জিসিবি| গায়ানা ক্রিকেট বোর্ড
  3. গায়ানা ক্রিকেট বোর্ড
  4. |জেসিএ| জ্যামাইকা ক্রিকেট সংস্থা
  5. লিওয়ার্ড আইল্যান্ডস ক্রিকেট সংস্থা






  • আইসল্যান্ড ক্রিকেট সংস্থা

  • আ্যংগুইল্যা ক্রিকেট সংস্থা
  • আন্টিগুয়া ক্রিকেট সংস্থা
  •  ব্রিটিশ ভার্জি নদবীপুঞ্জ ক্রিকেট সংস্থা

  • উইন্ডওয়ার্ড আইল্যান্ডস ক্রিকেট কন্ট্রোল বোর্ড  ও নিয়ন্ত্রিত সংস্থা:

    1. গ্রেনাডা ক্রিকেট সংস্থা
    2. ডমিনিকা ক্রিকেট সংস্থা
    3. সেন্ট লুসিয়া  ক্রিকেট সংস্থা

উইন্ডিজ ক্রিকেট মাঠ












:

  • কুইন্স  পার্ক ওভাল 
  • কেনসিংটন ওভাক , ব্রিজটাউন
  • বোরদা, গায়ানা
  • সাবিনা পার্ক , জ্যামাইকা
  • এন্টিগুয়া রিক্রিয়েশন গ্রাউন্ডসেন্ট জোন্স, আ্যন্টিগুয়া 
  • জাতীয় ক্রিকেট স্টেডিয়াম 
  • সেন্ট জর্জ'স, গ্রেনাডা
  • ওয়ানার পার্ক, সেন্ট কিটস
  • প্রভিডেন্স পার্ক, সেন্ট কিটস
  • স্যার ভিভিয়ান, বারবুডা 
  • উইন্ডসর পার্ক, ডমিনিকা 
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মাঠের দৃশ্য

উইন্ডিজ ক্রিকেটের সাফল্য গাঁথা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অধীনে পরিচালিত World cricket   ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল 1975 ও 1979 সালে দুইবার শিরোপা জয় করে। প্রথম ক্রিকেট দল হিসেবে পরপর দুইবার শিরোপা লাভের অধিকারীত্ব অর্জন করে। এছাড়াও প্রথম দল হিসেবে একাধারে 1979, 1983, 1987 - এই তিনটি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় ফাইনালে অংশ নিয়েছিল। ২০০৪ সালে দলটি ICC Champions Trophy Champion প্রতিযোগিতায় লড়াই করে চ্যাম্পিয়ন হয়। একই বছর আইসিসি প্রতিযোগিতা বাংলাদেশের মাঠিতে Odi world cup  চ্যাম্পিয়ন হয়। 

Odi World cup West indies
  • ১৯৭৫, ১৯৭৯: চ্যাম্পিয়ন;
  • ১৯৮৩: রানার-আপ;
  • ১৯৮৭: ১ম রাউন্ড,
  • ১৯৯২: ১ম রাউন্ড (৬ষ্ঠ স্থান);
  • ১৯৯৬: সেমি-ফাইনাল;
  • ১৯৯৯, ২০০৩: ১ম রাউন্ড;
  • ২০০৭: সুপার-এইট পর্ব (৬ষ্ঠ স্থান);
  • ২০১১: কোয়ার্টার ফাইনাল;
  • ২০১৫: কোয়ার্টার ফাইনাল;
  • ২০১৯: লিগ পর্ব


    Icc men T20 world cup west indies
    • ২০০৭: ১ম রাউন্ড;
    • ২০০৯: সেমিফাইনাল;
    • ২০১০: সুপার-এইট পর্ব;
    • ২০১২: চ্যাম্পিয়ন;
    • ২০১৪: সেমিফাইনাল;
    • ২০১৬: চ্যাম্পিয়ন;
    • ২০২১: সুপার ১২ পর্ব


Icc World test championship west indies
  • ২০১৯-২০২১: লিগ পর্ব।

উইন্ডিজ খেলোয়ার

গেইল থেকে শুরু করে কেমার রোচ এন্দ্রে রোসেল এর মতো সেরা খেলোয়ার রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলে।
গেইল, পোলাড, ব্রাবো, নারাইন, নিকোলাস পুরান, সিমরন হিটমার,ফ্লেচার,স্যামসন,পাওয়েল, ব্রানডন কিং, রোসটন চেজ, রোমারিও সেপার্ড, জেসন হোল্ডার, রায়মন রেইফার,সেলডন কটরেল, আলজারি জোসেপ, পোলার্ড
ক্রিজ গেইল

টেস্ট দল ওয়েস্ট ইন্ডিজের


ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

উইন্ডিজ দল টি২০ তে তাদের নেতৃত্ব ভূলার মতো না। তাদের আধিপত্ত বিস্তার করে টি২০ তে। যেকোনো খেলোয়ার নিজেদের দিনে দলকে একাই জিতানোর মতো স্কোর রান করতে সক্ষম। যেকোনো ভালো মানের যেকোনো দেশের বোলারকে চার  কিংবা ওভার বাউন্ডারি হাকাতে পারে। শুধু ছক্কা না যদি ডাবল ছক্কা বলে কিছু থাকতো তাহলে তাও হতো এমন বিশাল ছয় মারে ওয়েস্ট ইন্ডিজ এর ক্রিকেটাররা। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url