ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান ও সাল

 বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ রান: ওডিয়াই এই আসর মানেই ক্রিকেট খুশী ও আনন্দ। এ আসরে পরীক্ষা হয়ে যায় কোন দল, কোন খেলোয়ার সেরা। বিশ্বকাপ মানেই অলি গলির ক্রিকেট পাড়া মেতে থাকা। এই আসরে রান করার জন্য সব খেলোয়ার মুখিয়ে থাকে। সাথে সব বোলার উইকেট কিংবা রান কম দিয়ে কিভাবে দলের হয়ে সেরা বোল করতে পারে এই ভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করে। ক্রিকেট পাড়া তুলপাড় চলে। শুরু হয়ে গেছে এবারের আসরের প্রস্তুতি ম্যাচ যার দলে দেশে একটু গরম ভাব চলে এসেছে যা ক্রিকেটে প্রেমিদের আবেগ ভালোবাসা প্রমাণ করে 



১. শচীন টেন্ডুলকার: (ভারত) ১১ ইনিংস (২০০৩ বিশ্বকাপ)

২. ম্যাথু হেইডেন:(অস্ট্রেলিয়া) ১০ ইনিংস (২০০৭ বিশ্বকাপ)

৩. রোহিত শর্মা: (ভারত) ৯ ইনিংস (২০১৯ বিশ্বকাপ)

৪. ডেভিড ওয়ার্নার: (অস্ট্রেলিয়া)  (১০ ইনিংস (২০১৯ বিশ্বকাপ)

৫. সাকিব আল হাসান: (বাংলাদেশ) ৮ ইনিংস (২০১৯ বিশ্বকাপ)


বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে এক আসরে এখন পর্যন্ত শুধুমাত্র এই ৫ জন ক্রিকেটার ৬০০ এর অধিক রান করে দেখিয়েছেন! 👏

এবারের আসলে কে রান করবে বলে আপনার মনে হয়?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url