বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওডিয়াই সিরিজ ২০২৩

চলে গেলো এশিয়া কাপ ২০২৩ এর ওডিয়াই কাপ। ফাইনাল ও ইতিমধ্যে যার ফাইনাল খেলেছে ভারত ও শ্রীলংকা। যদিও এবারের এশিয়া কাপ অনেকেই স্টেডিয়ামে প্রবেশ করার আহেই খেলা শেষ হয়ে গেছে।

বলছি শ্রীলঙ্কা টস পেয়ে সাহসী সিধান্ত নেয় প্রথমে ব্যাটিং করার। কারণ, সুপার ফোরে তারা ইন্ডিয়ার সাথে ভালো ফাইট করছে। যার ফলে ফাইনালে ভালো খেলার জন্যই তারা খেলতে নেমেছিলো। যদিও সুপার ফোরে হারছে শ্রীলঙ্কা। ফাইনালে ও একি দশা হারছে তবে বিশাল ব্যবধানে। শ্রীলঙ্কা মাত্র ৫০ রানে অল আউট হয়ে গেছে। যার বিপরীতে ভারত কোনো উইকেট না হারিয়েই জয় লাভ করে। 


এশিয়া কাপে বাংলাদেশ দল আহামরি কোনো পারফরম্যান্স করতে পারে নাই। বাংলাদেশ প্রথম রাউন্ড আফগানিস্তান কে হারায়। সুপার ফোরে ভারতকে। এই দুইটি ম্যাচ জয় পায় বাংলাদেশ।


এবার সামনের ওডিয়াই ODi World cup এর আগে নিউজিল্যান্ড খেলতে এসেছে বাংলাদেশে। ৩ টি ওডিয়াই ম্যাচ খেলবে বাংলাদেশ। ইতিমধ্যে দল ঘোষণা করে দিয়েছে সব দল।

বাংলাদেশ দল

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের ১ম ২ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড :

১.লিটন (অধিনায়ক)

২.তামিম

৩.সৌম্য

৪.আনামুল

৫.তানজিদ

৬.জাকির

৭.তাওহিদ

৮.সোহান

৯.মাহমাদুল্লাহ

১০.মাহেদী

১১.মুস্তাফিজ 

১২.তানজিম সাকিব

১৩.খালেদ 

১৪.রিসাদ

১৫.নাসুম

এ সিরিজের মাধ্যমে মাহমুদউল্লাহ রিয়াদ দলে ফিরেছে। সাথে আছেন সৌম্য সরকার। তারা যদি নিউজিল্যান্ড সিরিজে ভালো পারফর্ম করে অবশ্যই Odi World cup হতে যাওয়া ভারতের টিকিট পেতে ও পারে। তামিম ইকবাল ও ফিরেছে ওডিয়াই ক্যাম্পে।

বাংলাদেশ দলের অনেক কেই বিশ্রাম দেয়া হয়েছে। যেনো ওডিয়াই World cup এ কোনো ইঞ্জুরি এর সমস্যা না হয়।

নতুন মুখ হলো রিসাদ, সোহান, জাকির যারা এশিয়া কাপের স্কোয়াডে ছিলো না।

তবে তাদের সবাইকেই নেয়া হয়েছে ব্যাঞ্চ পরীক্ষা করার জন্য। সামনে যেহেতু হতে যাচ্ছে মেগা আয়োজন। Odi World cup


নিউজিল্যান্ডের দলের তালিকা

নিউ জিল্যান্ডের স্কোয়াড: 

১.লকি ফার্গুসন (অধিনায়ক), 

২.ফিন অ্যালেন

৩.টম ব্লান্ডেল

৪.ট্রেন্ট বোল্ট

৫.চ্যাড বাওয়েস

৬.ডেন ক্লিভার

৭.ডিন ফক্সক্রফট

৮.কাইল জেমিসন

৯.কোল ম্যাককনচি

১০.অ্যাডাম মিলনে

১১.হেনরি নিকলস

১২. রাচিন রবীন্দ্র

১৩.ইশ সোধি

১৪.ব্লেয়ার টিকনার

১৫. ও উইল ইয়াং


নিউজিল্যাণ্ডের যদিও তাদের ২য় সারির দল ঘোষণা করেছে। তাছাড়া, তারা বাংলাদেশ এ এসে বাংলা ওয়াশ হয়ে যায় যার কারণে। নিউজিল্যান্ড বাংলাদেশ আসলেই সিরিজ হারবে। রটা টি২০ কিংবা ওডিয়াই।

বাংলাদেশ দলের ওডিয়াই পারফর্ম খুব ভালো। সে হিসাবে যদি নিউজিল্যান্ড তাদের সেরা দল ও পাঠায় যদি একটু ফাইট হয় নাহলে দেশের মাটিতে বাংলাদেশ ফেভারিট মানতেই হবে নিউজিল্যান্ড দলকে এবং সিরিজে দাম দিতে হবে বাংলাদেশ দল রে। বাংলাদেশ ওডিয়াই এ সেরা দল।


আসুন জেনে নেই সিরিজের সময়সূচি 

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওডিয়াই ম্যাচ ৩ টি যা ২১ সেপ্টেম্বর শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর শেষ হবে।

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড


বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি।

১ম ওয়ানডে  ২১ সেপ্টেম্বর দুপুর ২ টা

২য় ওয়ানডে  ২৩ সেপ্টেম্বর দুপুর ২ টা

৩য় ওয়ানডে  ২৬ সেপ্টেম্বর দুপুর ২ টা






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url