বিশ্বকাপ ক্রিকেট লাইভ দেখার উপায় ২০২৩

আইসিসির ক্রিকেটের সব চেয়ে বড় আসর হলো ওডিয়াই বিশ্বকাপ আসর ।  এবারের ২০২৩ আসল বসেছে ভারত। সেই সুবাধে অনেকের জন্য যেমন টিকেট পেয়ে খেলা দেখা সম্ভব আবার অনেকের সম্ভব না। কাজের ব্যস্ততার পাশাপাশি খেলা টিভিতে বা মাঠে বসে দেখা অ সম্ভব না। কাজের পাশাপাশি খেলা দেখার জন্য কাছে থাকা মোবাইলেই সম্ভব।

ইউটিউবে বিশ্বকাপ ক্রিকেট খেলা লাইভ দেখব কিভাবে?

কোনো মিডিয়া কোম্পানি অফিসিয়ালভাবে ইউটিউবে বিশ্বকাপ ক্রিকেট লাইভ দেখাবেনা। এর পেছনে কারণ হলো বিশ্বকাপ খেলা কপিরাইট আইন দ্বারা সংরক্ষিত এবং সেটা শুধুমাত্র স্বত্ব কিনে প্রচার করতে হয়। এই স্বত্ব কিনতে প্রচুর টাকা খরচ হয়। যেসব মিডিয়া কোম্পানি ব্রডকাস্ট রাইট বা প্রচারস্বত্ব কিনেছে তারা নিজেদের প্ল্যাটফর্মে খেলা দেখিয়ে টাকা আয় করতে আগ্রহী। এছাড়া অনেক ক্ষেত্রে তারা চাইলেও কপিরাইটের কারণে ইউটিউবে খেলা দেখাতে পারবেনা। মূলত এই কারণেই ইউটিউবে আপনি অফিসিয়ালভাবে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লাইভ খেলা দেখতে পারবেন না। তবে কিছু কিছু ইউটিউব চ্যানেল আনঅফিসিয়ালভাবে world cup cricket live খেলা দেখাতে পারে খুবই সীমিত আকারে। এছাড়া অনেক ইউটিউব চ্যানেল খেলা চলাকালে লাইভ স্কোর আপডেট দেখাবে তাদের নিজস্ব লাইভ ভিডিওতে। সেগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।

খেলার স্কোর আপডেট শোনার উপায়

এবারের বিশ্বকাপ ক্রিকেট স্কোর আপডেট বিনামূল্যে শুনতে পারবেন বিভিন্ন এফএম রেডিও চ্যানেলে। আশা করা যায় রেডিও ভূমি ৯২.৮ এফএম চ্যানেলে স্কোর আপডেট শোনা যাবে, যেহেতু তারা এর আগেও বিভিন্ন খেলার আপডেট জানিয়ে এসেছে। এছাড়া রেডিও ভূমির ওয়েবসাইট, ফেসবুক পেজ, ও ইউটিউব চ্যানেলেও টি২০ বিশ্বকাপ খেলার স্কোর আপডেট পেতে পারেন।


ফেসবুকে বিশ্বকাপ ক্রিকেট লাইভ খেলা দেখব কিভাবে?

ইউটিউব এর মত ফেসবুকেও বিশ্বকাপ ক্রিকেট লাইভ দেখানোর কোনো অফিসিয়াল সোর্স নেই। এই কারণে বিশ্বকাপ ক্রিকেট ফেসবুক লাইভ এর মাধ্যমে দেখা যাবেনা। তবে খেলা চলাকালীন কিছু কিছু ফেসবুক পেজ হয়ত লাইভে গিয়ে world cup cricket live খেলা সম্প্রচার পারে যা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। অবশ্য কিছুক্ষণ চলার পর  সেসব লাইভ বন্ধ হয়ে যায়।

অনলাইনে ফ্রি বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখব কিভাবে?

অনলাইনে বিনামূল্যে বিশ্বকাপ ক্রিকেট দেখার আপাতত কোনো উপায় নেই। কিছু কিছু ওয়েবসাইট ও অ্যাপে হয়ত খেলা দেখা যেতে পারে বিনামূল্যে, তবে সেগুলো প্লে স্টোরে পাবেন না। আর প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ডাউনলোড করা বিপজ্জনক। বিনামূল্যে বা আলাদা খরচ না করে খেলা দেখার একমাত্র উপায় হলো টিভিতে খেলা দেখা।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ লাইভ অনলাইন

অনলাইনে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ উপভোগ করা যাবে একাধিক মাধ্যমে। একাধিক ওয়েবসাইট ও অ্যাপে দেখা যাবে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। চলুন জেনে নেওয়া যাক কোন কোন প্ল্যাটফর্মগুলো বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ অনলাইনে লাইভ দেখাবে।

মাইজিপি অ্যাপে বিশ্বকাপ ক্রিকেট লাইভ স্ট্রিম

টেলিকম অপারেটর গ্রামীণফোন ক্রিকেট-ভক্তদের জন্য রেখেছে MyGP অ্যাপে বিশ্বকাপ ক্রিকেট দেখার সুযোগ।

MyGP অ্যাপে সাবস্ক্রাইব করার মাধ্যমে জিপি গ্রাহকগণ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ লাইভ দেখতে পারবে। গ্রামীণফোন গ্রাহকগণ My gp ব্যবহার করে এই সুবিধা উপভোগ করতে পারবেন।

টফি

 টফি অ্যাপ ব্যবহার করেও বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ লাইভ উপভোগ করা যাবে। তবে এতে সাবস্ক্রিপশন কিনতে হতে পারে। বাংলালিংক এর এই অ্যাপ ব্যবহার করে যেকোনো নেটওয়ার্ক থেকে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ লাইভ দেখা যাবে।

টফি’র অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ এর পাশাপাশি রয়েছে এন্ড্রয়েড টিভির জন্য অ্যাপ, যার ফলে স্মার্ট টিভি ব্যবহারকারীগণ অনলাইনে দেখতে পারবেন বিশ্বকাপ ক্রিকেট ২০২৩।

এবারের ২০২৩ বিশ্বকাপের সব গুলো ম্যাচ দেখার জন্য আপনারা যে এপস ব্যবহার করতে পারেন তা আমি নিচে দিয়ে দিচ্ছি। মোটামুটি সব নেটওয়ার্ক ই এই এপস্যের মাধ্যেমে খেলা দেখা সম্ভব।

ক্রিকেটের পাশাপাশি ফুটবল ও দেখতে পারবেন সব সময়। তাও HD, Medium, Low Quality এর মাধ্যমে।

সব চেয়ে ভালো এপস Sportszfy.tv

গুগলে গিয়ে search করলেই পেয়ে যাবেন। ডাউনলোড করার জন্য নিচের স্ক্রেন সরট গুলা লক্ষ্য করুন






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url