ভারতের জাতীয় খেলা কি?



 আপনি যে স্পোর্টসকে জাতীয় খেলে হিসেবে এতকাল জেনে এসেছেন, সেই হকি ভারতের জাতীয় খেলা নয়। না অতীতে ছিল, না বর্তমানে আছে, না ভবিষ্যতের পরিকল্পনায় আছে। ভারতের কোনও ঘোষিত জাতীয় খেলা নেই। এক আরটিআইয়ের জবাবে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক।

জবাবে পরিষ্কার বলা হয়, নির্দিষ্ট কোনও খেলাকে দেশের 'জাতীয় খেলা' হিসেবে কেন্দ্র কখনও ঘোষণা করেনি। যদিও, আমরা অনেক দিন ধরেই জেনে আসছি হকিই জাতীয় খেলা। উত্তর মহারাষ্ট্রের ধুলে জেলার এক স্কুলশিক্ষক আরটিআইয়ে জাতীয় খেলা কী, জানতে চেয়েছিলেন। তার প্রেক্ষিতে এই জবাব পেয়েছেন।

ওই শিক্ষকের প্রশ্ন ছিল, কবে থেকে হকি জাতীয় খেলা হিসেবে গণ্য হয়? ২০২০-র ১৫ জানুয়ারি কেন্দ্রের কাছ থেকে এই জবাব পেয়েছেন মহারাষ্ট্রের ধুলের ভিকে পাতিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ময়ূরেশ আগরওয়াল। তিনি জানান, এক ছাত্রকে তাঁর কাছে জানতে চেয়েছিলেন, হকি কবে থেকে দেশের জাতীয় খেলা? উত্তর কোথাও না পেয়ে, আরটিআই করে জানতে চান।

কেন জাতীয় খেলা হিসেবে কোনও নির্দিষ্ট ক্রীড়াকে ঘোষণা করা হয়নি, তার সংক্ষিপ্ত ব্যাখ্যাও দিয়েছে কেন্দ্র। সরকার সবধরনের খেলাকেই উত্‍‌সাহিত করতে চায়। তাই নির্দিষ্ট কোনও ক্রীড়াকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করা যুক্তিসংগত বলে মনে হয়নি।


২০১৮ সালে প্রধানমন্ত্রীর দফতরে একই প্রশ্নের উত্তর জানতে আরটিআই করেছিলে বারো বছরের স্কুলছাত্রী ঐশ্বর্য পরাশর। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছ থেকে একই জবাব এসেছিল তার কাছে।


আসলে যে কোনো দেশের সব কিছুর ই নিদৃষ্ট জিনিসের প্রধাণ ও প্রথম কিছু থাকে। ফলের রাজা, ফুলের রাজা। জাতীয় ফুল। জাতীয় পশু ইত্যাদি।

তেমনি খেলা হাডুডু। সবার প্রিয় থাকে৷ যে দেশে যে সকল জিনিসের প্রাধাণ্য কিংবা চাহিদা অথবা, জনপ্রিয়তা থাকে ওইগুলা ই প্রধান ও ও জাতীয় হিসাবে বিবেচনা করা হয়ে থাকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url