বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের সময়সূচি ২০২৪

 বাংলাদেশ মানেই জিম্বাবুয়ে সিরিজ।যখন বাংলাদেশ নতুন ক্রিকেটে তখন বেশীরভাগ খেলা এই জিম্বাবুয়ে দলের সাথেই হতো আর বাংলাদেশ জয় লাভ করতো৷ সিরিজ জিততো। অন্যান্য দলের সাথে হারলে ও বাংলাদেশ জিম্বাবুয়ে দলের সাথে সিরিজ জয় লাভ করতো।

বাংলাদেশ দল মানেই অসময়ে জিম্বাবুয়ে সিরিজ। এবারো টি২০ ওয়াল্ডকাপের আগে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ খেলবে।

চলতি বছরের জুন মাসের দিকে হবে টি২০ ওয়াল্ড কাপ। তার আগে ব্যস্ত সূচি বাংলাদেশের। বাংলাদেশ দল কে সিরিজ খেলানোর জন্য আপাতত জিম্বাবুয়ে কে বেছে নেয়া হইছে। এবারের টি২০ ওয়াল্ড কাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ ও জিম্বাবুয়ে ম্যাচের ভ্যানু


বাংলাদেশ দলের খেলা হলে বেশী ম্যাচ চট্রগ্রাম ও ঢাকা হয়ে থাকে। সিলেট ও ক্রিকেট মাঠ আছে।
তবে এবারের সিরিজে বাংলাদেশ যে মাঠে জিম্বাবুয়ে এর সাথে ৫ টি টি২০ খেলবে তা হলো

° জহুর আহম্মেদ স্টেডিয়াম, চট্রগাম
° মিরপুর ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজের লাইভ কীভাবে দেখবেন

বাংলাদেশের ক্রিকেট খেলা দেখার একমাত্র টিভি হলো Tsports তাছাটা, এপ্যস ট্রফি কিংবা Hd stremz এ ও দেখতে পাওয়া যাবে। তারপর, ফেসবুকে Ban vs Zim T20 Live লেখে সারচ করলে খেলা সরাসরি দেখা যাবে।

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের সময়সূচি

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী মে মাসে ঢাকা-চট্টগ্রামে হবে দুই দলের এই সিরিজ। 

আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি দুই ম্যাচের টেস্ট সিরিজও হওয়ার কথা ছিল। কিন্তু ব্যস্ত সূচি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সমঝোতার মাধ্যমে পিছিয়ে গেল টেস্ট দুটি। দুই দেশের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী টেস্ট সিরিজটি হবে ২০২৫ সালে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যথাক্রমে আগামী ৩, ৫ ও ৭ মে। তারপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে শেষ দুই টি-টোয়েন্টি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের সিরিজে সকাল, বিকেল ও রাত—এই তিন সময়ে শুরু হবে ম্যাচগুলো। প্রথম, দ্বিতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। তৃতীয় ম্যাচ হবে বেলা ৩টা থেকে আর পঞ্চম ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। ১৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে দল। 




বাংলাদেশ ও জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি: ৩ মে, সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম

দ্বিতীয় টি-টোয়েন্টি: ৫ মে, সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম

তৃতীয় টি-টোয়েন্টি: ৭ মে, বিকেল ৩টায়, চট্টগ্রাম

চতুর্থ টি-টোয়েন্টি: ১০ মে, সন্ধ্যা ৬টায়, মিরপুর

পঞ্চম টি-টোয়েন্টি: ১২ মে, সকাল ১০টায়, মিরপুর

বাংলাদেশ দলের খেলোয়ার তালিকা

জিম্বাবুয়ের সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট  বোর্ড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)
লিটন কুমার দাস (উইকেট রক্ষক)
তানজীদ হাসান তামিম 
এনামুল  হক বিজয় 
সাকিব আল হাসান
মাহমুদউল্লাহ রিয়াদ
তাওহীদ হৃদয়
জাকের আলী অনিক
শামিম হোসেন পাটোয়ারী
রিশাদ হোসেন
শেখ মাহেদী হাসান
মারুফ মৃধা (নতুন মুখ)
তাসকিন আহমেদ
হাসান মাহমুদ
মোহাম্মদ সাইফুদ্দীন
শরিফুল ইসলাম

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url